ধেয়ে এসো বজ্র তুফান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ধেয়ে এসো বজ্র তুফান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৬-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
ভয়ঙ্কর রাত্রি, বঙ্গ তরীর যাত্রীরা সাবধান !
ওঁত পাতা বিদ্রোহী শত্রুরা ঘোঘিয়াছে অভিযান!
বুকে বুকে পরাজয়ের সঞ্চিত ব্যথা পুঞ্জিত অভিমান,
উঁকি মেরে উঠছে জেগে দিকে দিকে বজ্র তুফান!
সম্মুখে দুর্গম গিরি রাত্রি নিশীথে যাত্রিরা হুশিয়ার!
সাবধান! সবধান! সফেদ সফেন তুলিতেছে হুঙ্কার।
দুলিতেছে তরী নাচিতেছে নদী দিতে হবে তরী পার,
দেও ছাড়ি পাল, ধর মাঝি হাল, করো তরী নোঙ্গর।
বাঙালি না বাংলাদেশী? নহে গো জিজ্ঞাসা এই ক্ষণ!
হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান- গীতা বাইবেল আল-কোরআন,
আমরা সবে স্বাধীন মাতৃকার সন্তান।
জাগো হে সংকটে, বীর যাত্রীরা প্রখর রৌদের ত্যাজ,
ধেয়ে এসো বজ্র তুফান দেশদ্রোহী শত্রুর আগে আজ।
জন্ম তোমার রক্ত দিয়ে ভুলিবে কি সেই পথ?
নিতে হবে মহাভার দিতে হবে পারি করো হে শপথ!
হে যাত্রীরা, পশ্চাতে তোমার লক্ষ শহীদের রাঙা প্রান্তর,
লক্ষ মায়ের সম্ভ্রম হারা ব্যাথিত প্রাণের অশ্রুজল কান্নার।
সম্মুখে ভয়ঙ্কর রাত্রি, বঙ্গ তরীর যাত্রীরা সাবধান !
ওঁত পাতা বিদ্রোহী শত্রুরা ঘোঘিয়াছে অভিযান!
লাল-সবুজের বিজয় কেতন কি নতশির হায়- বঙ্গের দিবাকর?
না, না, তা কভূ হবে না, উঠিবে জাগি চেতনে দুরন্ত- দুর্বার।
মৃত্যুর আলিঙ্গনেও গেয়ে যাও স্বাধীন পতাকার জয়গান,
তুমি বাঙালি, তুমি বাংলাদেশী কে ভাঙ্গিবে বীরের গর্দান?
---------------------------------------------------
১৭-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।