মানুষ কাঁদিতেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মানুষ কাঁদিতেছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৭-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
হে মানব, মানবতার অভিসার ফুরাল কি আজ তব?
মানুষই করিয়াছে সেবা মানুষেরে পৃথিবীতে অভিনব!
তবে কেন আজ ঝড় বাদলে দুলিতেছে সাম্যের তরী?
কে মানবতায় ঢুকিয়েছে হিংসা বিদ্বেষ নিষ্ঠুর তরবারি!
আজ বীরেরা ভীরু বেদনা বিধূর পরাজিত সৈনিকের সম,
ওরে,দিবা নিশী মানুষই করিয়াছে অশ্রু- সিক্ত এ ধরাধম!
মানুষ হারিয়েছে তাহার নীতি নৈতিকতা আদর্শ্ অনুপম,
চৌদিকে প্রেমের হৃদয়কে গ্রাসিয়াছে যুদ্ধ- বিগ্রহ হরধম।
হে শ্রেষ্ঠ মানব, হে ছেলে - মেয়ে,
অসীম আকাশে ঝল ঝল আলো তব কেন উদাস চোখে চেয়ে!
একটু জাগ হে কাশফুল সম শুভ্র ধবল বালুকার প্রান্তরে,
সমুদ্রের সফেদ সফেনের উচ্ছলে দিগন্ত রেখার পথ ধরে।
মানবতার তরী নোঙ্গর করো হে প্রখর রৌদ্রের উত্তাপে,
মানুষের বুকে বুকে হাহাকার বাঁধিয়াছে বাসা বিপুল প্রতাপে।
হে মানবতার কান্ডারী, আজ কেন মানবতা বিদায়ের পথে?
কেন কাননে কাননে প্রেমের পুস্প ঝরিছে স্পন্দিত প্রাণ হতে!
ওরে,চেয়ে দেখে মানুষ কাঁদিতেছে জড়াইয়া নিশিদিন ভরি,
তুমি কি পারো না পৃথিবীকে সাজাতে মানবতার আলপনা করি?
----------------------------------------------------
১৭-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।