আপনারে শুধাই না কভূ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আপনারে শুধাই না কভূ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৭-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
হারিয়ে গেছে কোথা, খোঁজি তারে বৃথা করি ডাকাডাকি,
খোঁজি নাই আপনার ভিতর বাসা বাঁধিছে যে অনিষ্ট পাখি!
শুভ্রতা খোঁজি রাত্রির আঁধারে দূর হতে বহুদূরে-
পূর্ণির শুভ্রতায় নাহি মেলি তারে এই জগৎ সংসারে।
পরের গ্লাস ভাঙিয়া পিপাসা মিটাই ঢাক ঢোল পিটাইয়া,
বলি আপনারে বীর আমি লাজ সরম সব হারাইয়া!
পৃথিবী কাঁদিয়া চলিছে স্বর্গ্ হতে নরকের দেশে-
শান্তি খোঁজি আমি অশান্তি ডেকে প্রেয়সীর পাশে।
নদীর দু’কূল ভাসায়ে তীর খোঁজি আমি ছল ছল জলে,
এখন শান্তির খোঁজে আমি ছুটে বেড়াই অথৈ কূলে কূলে।
মুক্তি চলে গেছে খোঁজি তারে বৃথা শুন্যতার বৃত্তে এসে-
ওরে, মানুষ হয়েও হারিয়েছি পথ অনিষ্ট অসূরের বেশে!
ছলনার গ্রাসে -লোভের ত্রাসে দিকে দিকে হিম- গিরি শিল
বুঝি না তাহা কঠিন তুষার তব সেথা খোঁজি তরল জল!!
হারিয়ে গেছে কোথা, তব খোঁজি তারে বৃথা নির্মল শুভ্রতা,
আপনারে শুধাই না কভূ মানবিক তরে এসে এ সভ্যতা।
------------------------------------------------
১৭-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।