কেউ জানিনা হায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কেউ জানিনা হায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২০-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
কেউ জানিনা হায়, কোথায় ছুটেছি অজানা আকষর্ণে!
এ চলার গন্তব্য কোথায় কেউ কি ভেবেছি এই জবীনে?
চলেছি শুধু চলেছি শুন্যতার দিকে অবিরাম, নাই কোন অবসর!
হক বাতিলের তোয়াক্কা নাই চলেছি শুধু চলেছি অতঃপর।
আপনারে লুণ্ঠন করিয়া আপনারে নিঃস্ব করেছি ইহ-পর প্রান্তরে
কি এক অসীম প্রতিযোগীতায় লিপ্ত হয়েছি বুঝিনা অন্তরে।
দিকে দিকে যুদ্ধ বিগ্রহ হানাহানি, ছল ছল পৃথিবীর আঁখি,
তবু ক্ষান্ত হয়নি জোড় জুলুম অত্যাচার তবু সে চক্রবাকী।
পৃথিবীর শান্তি কোথায়? মানবের তরী চলিছে অসুর চক্রবাকে,
স্বর্গকে নরক করেছি আপনার অভিলাষে পথের বাঁকে বাঁকে।
এত ক্ষমতা! এত দম্ভ অহংকার! আজে কেন অন্ধকার ঘরে?
তবু কি হবে না হুশ! এ যে ক্ষণিকের হুঙ্কার গর্জ্ন- এ নশ্বরে!
কেউ জানিনা হায়, অনন্তের পরাজয় সম্মুখে করিছে কলরব,
দিকে দিকে পরাজয় তবু যেন ভেসেছি ভাল চিতাগ্নি উৎসব।
ওরে পৃথিবীর মানুষ, মুক্তির দিকে চল চল ছুটে চল!
এ অবৈধ অর্থ্ –বৈভব-দম্ভ অহংকার ক্ষমতা নিস্ফল
সবই নিষ্ফল!
কেউ জানিনা হায়, কোথায় ছুটে চলেছি ক্ষণিকের পথচারী,
ওরে, সম্মুখে প্রতীক্ষা করিছে অথৈ সমুদ্রের উত্তাল বারি।
---------------------------------------------------
২০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।