একজন মহাবীর চাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

একজন মহাবীর চাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২০-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
একজন মহাবীর চাই, এসো হে বীর-পূর্ণিমা চাঁদ!
ভেদ করি শত ঘাত প্রতিঘাত শত্রুর যত মরণ ফাঁদ!

বিশ্ব স্বাগত জানাবে তোমায় হে সেনাপতি মহামহিম,
যুদ্ধের দূর্গ্ তৈরী করো- হে বঙ্গ বীর এই ধরাধাম।
এসো হে মহাবীর, এসো হে আঁধার ভেদিয়া দুরন্ত-দুর্বার,
ধ্বংস করো ওইসব স্বৈরাচার ফ্যাসিষ্ট দেশদ্রোহী কুলাঙ্গার।

এসো হে দেশপ্রেমিক, বাংলা মায়ের মর্দবীর,
অবরুদ্ধ করো সিংহ গর্জনে তর্জনে মীরজাফরের চৌধার।
এসো হে মহাবীর, এসো হে ভাঙিয়া ঘাতক চক্রের কারাগার,
নৃশংস বুক চেপে কল্লা ধরো, জাগাওে হে রাঙা তলোয়ার!

লাথি মারো ভেঙো ফেলো অসূরের অগ্নিকুন্ড- হে কান্ডারি,
জাগাও হে ধূমায়িত ধুম্রশিখে অগ্নি লাভার আগ্নেয়গিরি।
একজন মহাবীর চাই, এসো হে বীর ,দাও হে বজ্র হুকুম,
আধাঁর ভেদিয়া জাগিবে স্বাধীন বাংলা চমকিত আলো-সম!!
--------------------------------------------------


২০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।