বলো হে তুমি নেতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বলো হে তুমি নেতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২১-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
ওরে, তোমার কণ্ঠে চাই শুধু শুনি মানব মুক্তির গান-
তুমি দস্যু ডাকাত দিয়ো নাকো পরিচয়,হউক সে অবসান।

নেতার তরে যে ভয় ভীতি ব্যথা আতংক লুকায়ে রয়,
তার আড়ালে স্বৈরাচারী মনোভাব না যেন হয়-পরিচয়!
দৃঢ় কণ্ঠে গেয়ে যাও সত্যের গান, বলে যাও সাম্যের কথা,
ওরে,এ যেন না হয় ছলনার বিলাস, মিছে মিছে ব্যাকুলতা।

ভিন মত পথ আদর্শের দূরায়ে দিয়ো নাকো রণরণি,
হৃদয়ে গভীরে জাগাও জোয়ার,শহীদ রক্তের কলধ্বনি।
জাতি যেন শুনে বিজয়ের সুর,লাল-সবুজের ঐক্যতানে
ওরে, খুলে দাও সেই চেতনার দ্বার গণতন্ত্রের আহ্বানে-

ধর্ম্- বর্ণ্ -নির্বিশেষে করো হে সাম্যের মঞ্চ -সেই সুর! সেই গানে-
বলো হে তুমি নেতা, তুমি এসেছো আলোকিত জাতি গঠনে।
ওরে, ভেবে নাহি পাই,ওরে ভেবে নাহি পাই
বীরের জাতি তবু কাপুরুষ! গুজব –হুগুগে আপনার পথ ভুলে যাই।

ওরে নেতা, তোমার বাণী না যেন হয় সোনার বাংলার ফাঁসি,
নীতি নৈতিকায় জেগে উঠো তুমি -গন্ধ-সুষমা পূর্ণিমার শশী।
তোমার আদর্শে চাই শুধু দেখি মানবতার ফুল ফুটিয়াছে ভরি,
জনতার অশ্রুজল যেন যায় মুছে তোমারই পুস্প ডানা ধরি-
---------------------------------------------------


২১-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।