আজ থমকে গেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আজ থমকে গেছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
দিকে দিকে ছুটিছে মানুষ মুক্তির অন্বেষণে,
তবু মুক্তি অধরা পৃথিবীর তটে ভীরু-শিহরণে!

জনে জনে অশ্রুসিক্ত ছল ছল মুখে,
বিপুল ব্যদনা গ্রাসিয়াছে আজ শুন্য বুকে ।
মুক্তি কোথায়? কে জানে, কে জানে!
হয়তো লুকাইয়াছে দূর কোন বাতায়নে।

আকাশে ঝিলিমিলি আলো ঘন কালো মেঘে,
তবু দেখেনি পৃথিবীর শুভ্রতা রাগ-অনুরাগে!
মানুষরূপী হায়েনা জানোয়ার হিংস্র- চঞ্চলে,
মানব সভ্যতা লুটিয়াছে অঞ্চল হইতে অঞ্চলে।

দিকে দিকে সভ্যতা কাঁদিতেছে বসে একা,
যুদ্ধ- বিগ্রহে, গোলা বারুদের চিঠি রক্তে লেখা,
ক্ষমতা- অর্থ্ বৈভব কেড়ে নেয় শিয়রের বাতি,
আর আমি অন্ধকারে জেগে আছি দিবা-রাতি!!

আজ থমকে গেছে! থমকে গেছে বিবেকের জ্যোতি!
দিকে দিকে ছুটিছে মানুষ হায় হুতাশে অবিরতি।
পৃথিবী এক স্বার্থের নৈরাজ্য- ঘন নীলাঞ্জন ছায়া,
প্রাণে প্রাণে আজ ধরিয়াছে হিংসে বিদ্বেষের কায়া।
--------------------------------------------


২২-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।