যে বন্ধু ছিল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যে বন্ধু ছিল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
যে বন্ধু ছিল দৃঢ় প্রত্যয়ী সত্যের দীপ মালা,
আজ সে বহু দূরে চলে গেছে একান্তে নিরালা।

কি কারণে ? হয়তো জানি আমি জানি,
হয়তো জানি না কি ছিল তার কণ্ঠের সুরধ্বনি!
তবে যে সুর শুনেছি তাহা কাম্য ছিল না কভূ,
যারে ভেবেছি আমি উদার চিত্তের বন্ধু- কিন্তু তবু

সে-ই সিঁধ কেটেছে রাত্রির আঁধারে শ্রাবণের অশান্ত পবন,
এমন নীঁচু চিত্তের ভাবিনি কভূ- তবু ক্ষণে ক্ষণে উচাটন মন
তার দিকেই ছুটে যাই অন্তরের গীত সুর,
তবু ভয়! তবু অবিশ্বাস! তবু আমি বিরহ-বিধুর!!

বন্ধুর হিংসা, প্রতিহিংসা, হীনমন্যতা গ্রাসিয়াছে দীপ,
হৃদয়ের অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে গেছে নীপ!
কি এমন যে প্রতিহিংসার অনল জ্বলে অবিরল?
এ আগুনে তুমিই পুড়িবে,তুমি করিবে ব্যথায় টলমল।

ওগো বন্ধু, হিংসা-প্রতিহিংসায় হারিয়ো না আপনার কূল,
এ নোংরা রাজনীতি দিবে শুধু আঁখি জল,আমি দিব ফুল।
-----------------------------------------------


২২-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।