রক্ত দিয়ে কিনেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রক্ত দিয়ে কিনেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
ওরে ভয় নাই, ওরে ভয় নাই চেতনা উঠিছে জাগিয়া,
হে বঙ্গ বীর ,জেগে উঠ তোরা অনিষ্ট আঁধার ভেদিয়া!
বাংলার মহাবীর ডাকে, ওরে ডাকে-আমি আসিয়াছি,
যুদ্ধে নেমেছি মৃত্যু’রে ঠেলিয়া হিমালয়- চাপা প্রাচী।
আয় তোরা আয়, ওরে আয়, তন্দ্রা ভাঙ্গিয়া ওরে বীর সেনা
চৌদিক তোরে গ্রাসিয়াছে দৈত্য –দানব কত লেনা-দেনা।
স্বাধীন দেশ তবু স্বাধীনতা মুত্যুর দিকে ছুটিছে রাগ-অনুরাগে,
মসনদে বসিয়া ব্যঙ্গ হাসিছে স্বৈরাচার –ফ্যাসিষ্ট-অগ্রভাগে।
যুগে যুগে লুটিয়াছে রাজ্যকোষ,গ্রাসিয়াছে ন্যায়-বিচার-অধিকার,
আর কতকাল দেখবি তোরা, আয় তোরা আয় যুদ্ধের প্রান্তর!
আমি আসিয়াছি ডর ভয়হীন! ওরে তোরা আয় দুর্বার সেনা,
ডান্ডা ভেড়ি পরা, ভাঙ্গিয়া দে- দুঃশাসনের আড্ডাখানা।
চিনে নে, চিনে নে দুষ্ট চক্রের বক্রগতি-ঘুরিতেছে অবিরত,
আমি আসিয়াছি,ওরে আসিয়াছি,ওরা হবেই আজ পদানত।
ওরে আয়- তোরা আয়- ওই বাজিছে যুদ্ধের ডঙ্কা
আসুক ওরা যুগে যুগে নবরূপে- কিসের ভয় শঙ্কা?
নবীণ মন্ত্রে দানিতে দীক্ষা আমি আসিয়াছি ধরণী,
মানব মুক্তির রাহে দিকে দিকে মানবতার জান বুনি।
রক্ত দিয়ে কিনেছি,ন্যায্য হিস্যা চাই,অধিকার চাই গুনি গুনি,
আর চাই না বক্রচক্রের টানাটানি, চাই না কোন প্রাণহানি।
-----------------------------------------------------
২৩-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।