এই মুল্লুকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এই মুল্লুকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
ওরে শোন, এখানে আলাউদ্দিনের চেরাগের আলো ভাই!!
যত অন্ধকার, যত পাপ, অর্থ্ বৈভব ক্ষমতা সবই দেখতে পাই।

এই মুল্লুকে পাপ করেনি নাই কোন এমন নর-নারী,
এখানে সিন্ডিকেট, অত্যাচার,দস্যু- ডাকাত পাপীদের কান্ডারী।
গুটি কয়েক দুষ্টের পাপে আঠারো কোটি জনতা- সে টলমল,
রাজ্যদ্রোহী চোরদের পথ দিয়া কত শত আসে অসুর দল।

এখানে চোরে চোরে সন্ধি, দিনে- রাতে রক্ত স্রোতের প্লাবণ,
ওরে শোন, ওরা একই মঞ্চে নিজ স্বার্থে প্রকাশ্যে-গোপন।
আর তোমরা মুক্তি খোঁজ !মুক্তির চৌধারে গ্রাসিয়াছে পাপ,
যারে ভাবো এতো সুন্দর! সে তো মানবতাদ্রোহী অভিশাপ!

এদের তাড়াতে না পারিলে তুমি স্বপ্ন দেখিবে মিছে মিছে,
সমাজে বিভক্তির পর বিভক্তি দেখিবে লাল-সবুজের নীচে।
এই মুল্লুকে নাই কোন ন্যায়-নীতি ,জ্ঞানী- গুনি- ঋষি- যোগী,
হৃদয় তাদের জল্লাদী তপস্বী,দেহ মন তাহাদের অবৈধ ভোগী।

এই মুল্লক যেন দুনিয়ার- ব্যাভিচার- অত্যাচার- লুণ্ঠনশালা,
সত্য -মিথ্যার পৃষ্ঠে এখানে শুন্যতার মহাবৃত্তে উজালা।
ওদের পাপে জাতি উড়ে বিভক্তের ডানা ছাড়ি নরক সভায়,
এর চেয়ে পরাজয় আর কি আছে রক্তে পাওয়া স্বাধীনতায়?

যে যায় -যে আসে সে-ই করে যেন জনতার অধিকার গুম,
এই মুল্লক যেন বিশ্বাস ঘাতকের রক্তে মেশা নিষ্ঠুর ধরাধাম।
-----------------------------------------------------


২৩-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।