আশাহীন পথ চলা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আশাহীন পথ চলা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৩-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
হে তরুণ নেতৃত্ব, কোথায় হারালি সত্যের দীপালি?
সূর্য্ উদয়ের আগেই বিদায় জানালি কদম- শেফালি!
ওরে, শাখে শাখে এখন ফাল্গুনের ঝরা পাতার গান,
কোকিলের কুহু কুহু সুর থেমেগেছে তুমুল ঝড় তুফান!
অতন্দ্রা নয়নে কারে খোঁজে ফিরিস- ওরে ছিন্ন তরুণ দল?
উত্তাল যৌবনের এ কি বেহাল দশায় ঝরে অশ্রুজল!
তোরে ঘিরে অনেক স্বপ্ন বুঁনেছিলাম এই বিরহ অথির,
এখন দিকে দিকে তপ্ত বায়ু বয়ে যায় ছায়া-কুহেলির।
স্বপ্নে স্বপ্নে শুন্যতার ভয়,কাননে কাননে ফুল –খসা,
ঠিক যেন শিশির- তিমির- রাত্রি!বুকে বুকে নিরাশা!
হে তরুণ নেতৃত্ত্ব, যুবক তব নতশির তুই রক্তে রাঙা,
আশাহীন পথ চলা, পরাজয়ের কান্না শুনি অশ্রু-ভাঙা।
সম্মুখে তোর বিচ্ছেদ রাত্রি ডাকিছে অজানা গহনে,
ওরে, নীতি নাই, আদর্শ্ নাই তোর নেতৃত্বের গর্জনে।
তোর এ যাত্রা অশুভ! তব তুই বড় বেশী উদাসী !
ওরে, কোন অসুর ডাকে বাজিয়েছিস বেসুরা বাঁশী?
এ তন্ত্র, মন্ত্র- বড় অন্ধকার, বড় বেশী জটিল পথখানি
শুভ্রতার আলোকে আয় ফিরে আয় হে তরুণ- হীরে-মণি!!
--------------------------------------------------
২৪-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।