তুমি তো তোমার একার
- রবিউল ইসলাম রাতুল
বুঝলে যদি ঘুচতো মায়া
সময়ের বিবর্তনে কমতো না ছায়া।
যে হাসে তোমার আদলে
সে আর তোমার থাকে না প্রয়োজন মিটলে।
তবে কেন নিজেকে দেয়া এতো মিছে ভরসা?
যেথায় তুমি খাটাও-দাও অধিকার–
অপরের যেন মনে হয় তুচ্ছ কেউ তুমি
শুধু তার খারপের সময়ের জন্য একটু তুমি আশা।
যদি তুমি সুখের তরে সুখ চেয়ে
না পেয়ে পরে থাকো নির্বল শূন্য মন নিয়ে।
তবে দিও তোমার মিথ্যে ভালো আছির অঙ্গীকার–
যেন কেউ না বোঝে তোমায়, কারণ তুমি তো তোমার একার।
২৪-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।