বৈপরীত্য
- অনির্বাণ মিত্র চৌধুরী
যে আমারে প্রত্যাখ্যান দিয়েছে,
আমি তার প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকি
যে আমারে নির্ঘুম রাত দিয়েছে,
অমিয় যুগল স্বপ্নে আমি তার ছবিই আঁকি।
অবহেলার ধ্রুপদী ছকে যে ফেঁদেছে আমায়
তুমুল উৎসাহে আমি তার-ই দুয়ারে যাই
প্রতিশ্রুত আশ্বাস মিথ্যে, কপট-আশ্রিত জেনেও
অনায়াসে হাত বাড়াই— পাই বা না-পাই!
আমাকে যে ভালোবাসে নি কিংবা ঘৃণা করেছে
তার প্রতি আমার ন্যূনতম অনুযোগ নেই
দিনের পর দিন যে আমাকে অপেক্ষায় রেখেছে
আমি ভালোবেসেছি সেই উপেক্ষাকেই।
আমাকে কারো ভালোবাসতেই হবে—
এমন মাথার দিব্যি আমি দিই নি কখনো
আমার প্রতি অনুরূপ অনুভূতি রবে
এমন প্রত্যাশা মনে কভু জাগে না যেন।
কেউ জানুক কিংবা না জানুক,
আমি জানি— আমি তো দিই নি ফাঁকি;
যে আমারে প্রত্যাখ্যান দিয়েছে,
আমি তার প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকি...
এপ্রিল, ২০২৫
২৫-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।