দিকে দিকে অগ্নি বরষণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
দিকে দিকে অগ্নি বরষণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
হে মনুষ্যত্ব, তুমিই মানুষেরে করেছা মহিয়ান,
তুইমি দিয়েছো আনিয়া শ্রেষ্ঠেত্বের চির সম্মান!
এতো সুন্দর! এতো শোভা কেহ আর হয়নি সৃষ্টিকূল!
তুমি জ্ঞান তপস্সী দুরন্ত সাহসী সত্য ন্যায়ের মহিপাল।
তুমি নও কোন উদ্ধত উলঙ্গ দৃষ্টি- অনিষ্ট তরবার,
কেন হারিয়েছো সত্যের পথ এই পৃথিবীর প্রান্তর?
দুঃসহ দাহনে তব কেন রৌদ্রে শুকালে রূপ রস প্রাণ!
কেন তুমি হারালে মনুষ্যত্ত্বের শোভা সুন্দরের সুর তান ?
শুধু চেয়েছিলাম, মানবতা চেয়েছিলাম তোমারি সুন্দরে,
এখন দিকে দিকে অগ্নি বরষণ! তপ্ত মরুভূমি বিস্তরে!!
হে মনুষ্যত্ব! কোন বেদনার হলুদ বৃন্ত ঘিরিয়াছে তোমারে,
শেফালির শুভ্র সুরভি বিথার বিকশি হয় না আর নশ্বরে!
ওগো-তুমি যে নির্মম দলবৃন্ত ভাঙ পুস্পের কাঠুরিয়া সম
আজ পৃথিবীর মানুষ অশ্রু জলে ছলছল হে প্রিয়-প্রিয়তম।
মানুষের মনুস্যত্ব তব অগ্নি তাপে শুকাইয়া গেছে বসূধায়!
মানুষও হারায়াছে মুক্তি অযূত লোভ -লালসার সাধনায়।
-------------------------------------------------------
২৮-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।