স্বপ্ন এখন ধূঁ ধূঁ বালুচরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্বপ্ন এখন ধূঁ ধূঁ বালুচরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৯-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
হে কান্ডারী, তোমার তরঙ্গ এখন বড় এলমেলো,
ঠিক যেন হিংস্র জাহেলী যুগের মতন ধূসর কালো!

অথৈ জলে জাহাজ ছুটিছে কান্ডারী বিহীন আঁকা-বাঁকা,
পাঞ্জেরী বিহীন যাত্রীরা হারিয়েছে স্বপ্নের দিগন্ত রেখা।
জাহাজ এখন লোকালয় হতে লোকালয়ে করিছে নোঙ্গর,
যুবকের দল মেতে উঠিছে দস্যু –ডাকাতে দুরন্ত-দুর্বার।

সুদূর স্বপ্ন এখন ধূঁ ধূঁ বালুচরে প্রখর উত্তাপে গলিত,
অশ্রুজলও শুকিয়েগেছে বুকফাটা কান্নায় অবিরত!
কেউ শুনেনা, কেউ বুঝেনা এই রাজনীতি অসূরের মন্ত্র,
এখানে শুধু দাঙ্গা-হাঙ্গামা- বিভেদ -লুটতরাজের ভয়তন্ত্র।

গোন্ডামী মাস্তানীর প্রতিযোগীয় মত্ত পথ হারা কান্ডারী,
দেশপ্রেমের চেতনা এখন অবনতশির ছুটিছে মরি মরি!
কলমযোদ্ধারা ভুলে গেছে যুদ্ধে পাওয়া স্বাধীনতার বাণী,
নির্বোধ দলেরা এখানে উজ্জ্বল! এর চেয়ে লজ্জা কি শুনি?

শহর –গঞ্জ- গাঁও ডুকে গেছে জাহাজের বিষাক্ত ধূলো-বালি,
হে কান্ডারী, তুমি নিজে এলোমেলো ঘূর্ণি হাওয়া- শুন্য থলি।
তোমার এই দৈন্যদশা জাতির সমুদ্রে ব্যদনার নীল!
রূঢ় রৌদ্রে পুড়ে যাওয়া স্বাধীন কাননের ফুল -ফসল।
-----------------------------------------------------


২৯-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।