বসন্তকেও ছেড়ে দিতে হয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বসন্তকেও ছেড়ে দিতে হয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৯-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
শুনেছি প্রকৃতিও নাকি বসন্তকালে অহংকারী হয়!
ফুলে ফুলে সাজিয়ে রাখে ডানা সূরভী –সু-গন্ধময়!
কিন্তু সে বলে না ফাল্গুন -চৈত্রে খরতাপের যন্ত্রণা,
বলে না সে যে শাখে শাখে পল্বব শুন্য হয় কত না!
অথচ সম্মুখেই ভয়ঙ্কর কাল বৈশাখী ঝড়!
বজ্র কণ্ঠে ডাকিছে বিজলীর চমক বসন্তের পর।
বসন্তেই গুটি বসন্ত হয়,কলেরা হয় কুষ্ঠ কাঠিন্য হয়,
পৃথিবী হারা হয় কত প্রাণ! নদী গিরি পর্ব্ত হয় তপ্ত র্নিদয়!
কুহু কুহু ডাকেও কলঙ্কের দাগ দিয়ে যায় সুরেলা কোকিল,
কাকের রাজ্য দখল নেয় গুপ্তসারে ঋতু রাজের কোলাহল।
এই দেখ, এই বসন্তেই লুঠ হয়েছে গোলা,বারুদ,অস্রাগার
ঘষা মাজা হয়েছে চেতনার প্রতিক, ফুলের পরাগ -রেণু বিস্তর।
বসন্তকেও ছেড়ে দিতে হয় সুরভী- সুগন্ধময় বাসস্থান!
অহংকারীকেও একদিন পরাজয়ের দিকে করতে হয়- প্রস্থান।
---------------------------------------------
২৯-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।