ঐশ্বর্যবেশে জাগাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ঐশ্বর্যবেশে জাগাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩০-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
হে মা, অপার ঐশ্বর্যবেশে জাগাও বিজয় কেতন নশ্বর,
বজ্র হুঙ্কারে হও ঘূর্ণি ঝড় মীর জাফরের বুকে বারে বার।

তোমার আকাশে সদা যেন দেখি রৌদ্র ঝিলমিল,
কভূ যেন না হও তুমি নতশির দোসরের শৃঙ্খল।
এখনো তোমার আঁচলে উদ্বেলিছে গাঢ় ধূম্রের কুন্ডলী,
বিদ্রোহীর চুল্লিবহ্নি দিকে দিকে উঠিতেছে জ্বলি।

এখনো শহীদের রক্ত শুকায়নি মরুভূর তপ্তশ্বাস মাখা,
এখনো স্বাধীনতা বিশ্বাস ঘাতকতার মরিচিকায় ঢাকা!
হে মা, তুমি এসেছিলে অগণন সম্ভ্রম হারা ব্যথিত প্রাণ,
ভালবাসি অনিবার তবু কেন শুন্যতা, তবু কেন সন্ধান!

এই আঁচলে লুকাইয়াছে বিশ্বাস ঘাতকের কঠিন দলবল,
ওরা দেখতে চায় তোমার পরাজয় স্বাধীন পতাকা তল।
ওগো মা, তোমার মায়াবী কোলে মাথা রেখে ভাবি,
তুমি এতো ক্ষমাশীল কেন! কেন এতো উদার-মায়াবী?

তুমি কেন বুঝনা ওই তারা দোসরের ইন্দ্রজাল মাখি,
বুক চিরে তোমার তটে আসি ষড়জালের নকশা আঁকি!!
ওগো মা, জ্বলে উঠ অন্তহারা আকাশের গৌরী দীপশিখা,
রুখে দাও অসূর নিশান বাংলার রুধির- রঞ্জিত- লিপিকা।
------------------------------------------------


৩০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।