ওরা যেন আসিয়াছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ওরা যেন আসিয়াছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩০-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
ওরা যেন আসিয়াছে দখল করিতে খাল- বিল -নদী,
রবিও কেড়ে নিতে চায় সাগর- সমুদ্রের সুনীল জলধি !
কি এক বিলাসিতায় নেচে উঠিল দুরন্ত যৌবন!
ওরা নিত্য বুক চেপে ধরে জনতার স্পন্দিত প্রাণ।
ফকির হতে বাদশাহী শৃঙ্খলিত মনোভাব,
কি এমন আছে এখানে গর্জন- উত্তাপ-প্রতাপ?
যাদের নিষ্ঠুর স্বৈরতন্ত্রে আহত হয় স্বাধীন আকাশ,
ওরা কিভাবে হয় মুক্ত বলাকার সেবক- দাস?
ওরা যেন আসিয়াছে লুণ্ঠন করিতে স্বাধীন মৃত্তিকার রাজকোষ,
দিকে দিকে দোসরের অঙ্গুলিতর্জন নিত্য তুলিছে দুঃসাহস!
ওরা যেন সব গ্রাসিয়াছে রাজনীতির আদর্শ্ ন্যায়-নীতি,
পঞ্জর তলে টগবগ করে যায় খুন-দুরন্ত লুটেরাজপ্রীতি।
ওরা পদাঘাতে ভাঙ্গিতে চায় বিজয়ী মাতৃকার দ্বার,
ওরা যেন ভাবিয়াছে তরঙ্গের তুঙ্গ গিরি এই বসূধার।
আজ জনতা বলিয়াছে রাঙা- চোখ- মুখ তুলি !
ওরা যেন আসিয়াছে দিতে ধরণীর শুন্য ভিক্ষাঝুলি!
-------------------------------------------------
৩০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।