দালালের যৌবন-গর্জন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দালালের যৌবন-গর্জন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩০-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
আঠারো কোটি জনতার চাওয়া, অগাধের সাধ,
আর যেন পেতে না হয় অধিকারে লজ্জা অবসাদ!

দালালের দৌরত্ম্য হেনেছে আঘাত তোরণের তীরে
মেডিকেলের দ্বারে- সিন্ডিকেটের প্রামোদ-মন্দিরে।
সেবক-বিক্রয় প্রতিনিধির ‍নৃত্য গীত হাসি দুষ্টের ফাঁদে
শুনো হে কান্ডারী, অসহায় রোগী শুধু কাঁদে শুধু কাঁদে।

সেবক-প্রতিনিধি-ব্যবসায়ী গড়িয়াছে নিষ্ঠুর বেষ্টন,
মেডিকেলে মেডিকেলে অসাধু দালালের যৌবন-গর্জন।
ওরে কারে ঠকিয়ে তুমি হতে চাও বীর-শের!
টাইফুন-ডঙ্কার হর্যে তুমি থেমে যাবে নিকট-আখের।

হে প্রজ্ঞাময়ী- অসহায় রোগীর সেবক-সেবিকা- ডাক্তার,
তুমি নও কেন উদায়াস্ত আকাশের মানবিক রত্নচূড়?
ওগো, কোন সে দূরে দারুচিনি লবঙ্গের সুবাসিত দ্বীপ!
কোন দালাল চক্রের ভীড়ে তুমি হারিয়ছো শুভ্র প্রদীপ?

হে কান্ডারী! মানবতার ডাকে জেগে উঠাও হে- তোমারে
মেডিকেলে মেডিকেলে চাই না দালাল- তোরণের দ্বারে।
--------------------------------------------------


৩০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।