এক ছলনাময় ছায়া
- অপু চন্দ্র বর্মন
সেখানে, মহাবিশ্বের আদিতে,
আমি দাঁড়িয়ে ছিলাম নক্ষত্রের ছায়ায়,
অমোঘ নীরবতা জড়িয়ে রেখেছিল আমায়,
সময় তখনও শূন্যতার গর্ভে ছিল—
না কোনো শুরু, না কোনো শেষ।
তারপর ধীরে ধীরে আলো ফুটল,
প্রথম কম্পন ছড়িয়ে দিল অনন্তের বুকে,
গ্যালাক্সিরা জন্ম নিলো, নক্ষত্রেরা জ্বলে উঠল,
পৃথিবী তার প্রথম শ্বাস নিলো।
কিন্তু আমি তখনও দাঁড়িয়ে,
ঠিক সেখানেই,
যেখানে আদিকাল একাকার হয়ে আছে অনন্তের সঙ্গে।
সবাই বলে, সময়ের বয়স বেড়ে যাচ্ছে,
সে ছুটে চলেছে, গড়িয়ে পড়ছে,
কালো গহ্বরে বিলীন হয়ে যাবে একদিন!
কিন্তু আমি তো জানি,
সময় কখনোই বয়স্ক হয় না,
সে শুধু রঙ বদলায়,
তোমার দৃষ্টির আয়নায়।
আমি এখনও দাঁড়িয়ে আছি সেই প্রথম মুহূর্তে,
যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এক বিন্দুতে মিশে গেছে,
আর সময়?
সে তো কেবলই এক ছলনাময় ছায়া!
০৪-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
০৪-০৫-২০২৫ ১৪:৪১ মিঃ
বাহ কি সুন্দর আবৃত্তির ধরণ,
মনে পড়ে গেল সেই মায়াবতীর চরণ।
কারো জন্য রাখা যাবে না এই হৃদয়ে মায়া,
সব হচ্ছে সেই মায়াবতীর ছায়া।
বাঁচতে হলে মায়া কে করতে হবে বর্জন,
কঠোর, নিষ্ঠা সংগ্রামে থাকবে আপনার গর্জন।
আপনি বীর, নিত্য নতুন জীবনের চমক,
কারো কাছে মিথ্যা মায়া জড়ানো ধমক।
মায়া, হৃদয়ের কথা গুলো কে ভাবিয়ে তুলে,
যার পরিলক্ষিত বাস্তব জীবনকে যায় ভূলে।
মায়া ছেড়ে সংগ্রামী জীবন বেছে নাও,
স্বাধীন ভাবে বাঁচার অধিকার ফিরে পাও।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।