বিবেক বড় অদ্ভুদ!
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিবেক বড় অদ্ভুদ!
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৪-০৫-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
নিরপেক্ষ বিবেক ঘুমিয়ে আছে গহবরের মতো,
আলোটাও তাই গহিন অন্ধকারে হয়েছে আহত!
পথভ্রষ্ট সৈনিকের মতো আমাদের দূর্গ্ যখন
তখনও মুক্তিরে খোঁজি উত্তাল সমুদ্রের প্লাবণ!
স্বার্থের বিন্দুতে আমরা জাগ্রত !ছুটে চলি নির্দ্য় প্রাণ,
যদিও বিচালয়ে বিবেক আসামী তবু গাই আপন গান।
এখানে নিরপেক্ষতা ঘুমিয়ে আছে, গভীর ঘুমে আছে-
তবুও দিন-রাত্রি -গ্রহ-তারা- মুক্তির কবিতা রচে!
আমরা মুক্ত হতে চাই! সব কিছুইতেই মুক্তি চাই-
যদিও হারিয়েছি নিরেপেক্ষ বিবেক আপন স্বার্থে ভাই!
মানুষের বিবেক বড় অদ্ভুদ! অযূত রহস্যে ঘেরা স্পন্দন,
ক্ষণে ক্ষণে রঙ বদলায় পৃথিবীর মোহে বজ্র তুফান !
মিছিলে মিছিলে সভা-সেমিনারে অনেকেই উড়ছে-
অথচ তার ঘরেই বিষাক্ত সাপেরা ফোণা তুলে আছে!
এই সত্যটা সে বলে না ! বিবেক নিরপেক্ষ নয়
এখানে সবাই চায় সাম্রাজ্য-রাজ্য-সিংহাসন- জয়!
এখন বিবেকেরা নিরপেক্ষ নয়-কিছুটা সত্য থাকতে হয়,
যা বলি যা করি সবই যেন আপন স্বার্থে মানুষেরা কয়!!
----------------------------------------------------
০৪-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।