এই ছেলেটা যদি নেতা হয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এই ছেলেটা যদি নেতা হয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৫-০৫-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
সেই প্রতিবাদী আদর্শবান ছেলেটা নষ্ট হয়ে গেছে,
সে এখন মস্তবড় মাস্তান চাঁদাবাজ সমাজের কাছে!

সে জড়িয়ে গেছে রাজনীতির নোংরা কালির ছাঁচে!
তার ন্যায়নীতিবোধ মরণ ঘুমের ঘোরে শুয়ে আছে।
দু’হাতে অস্র -কিশোর গ্যাং -তর্জ্ন গর্জ্ন খুব,
নাটের গুরুর ডান হাত,চৌদিক ভয়ে কম্পিত চুপ!

সে জ্ঞানী গুণি সম্মানীদে বলে তোরা ঘুমা- ঘুমা,
দখলের মত্তে চোখে মুখে রক্ত নেশা গাঁজার ধূমা।
কি এক ভয়নাক মূর্তি তাহার! কেড়ে নেয় সব অধিকার,
কিছু বললেই তেড়ে আসে নির্যাতন জুলুম অত্যাচার।

সে এখন দাপটি পদধারী নেতা অদূর উদয়গিরির পানে,
টান টান বুকে হাঁটে, বজ্র কণ্ঠে সুর তুলে জনতার উদ্যানে।
সেই প্রতিবাদী আদর্শবান ছেলেটা জ্যান্ত অসূরের জ্যোতি,
অশিক্ষিত- মূর্খ্ -ধান্দাবাজ -যুগসমাধির জাহেলীর মূরতি।

এই ছেলেটা যদি নেতা হয়- সেতো হবে কালো সাপ,
লুটেপুটে ধবংস করে জাতিকে দিবে উপহার- অভিশাপ!!
সেতো উর্ধ্বমুখে রৌদ্র পোহায়- ঘুমপাড়ানির ঘুম,
সেতো আঘাত হেনেছে বারবার, আকাশ বাতাস করেছে গুম।
--------------------------------------------------


০৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-০৫-২০২৫ ১১:০০ মিঃ

অসাধারণ লেখনী