কিছুদিন আগেও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কিছুদিন আগেও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৫-০৫-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
এইতো কিছুদিন আগেও ভাবতে পারিনি আমি,
সেই মুর্খ্ লাজুক ছেলেটি আজ হয়ে গেছে হীরে-মণি!
কি এমন চেরাগের আলো জ্বলে উঠিল বঙ্গ ভূমি!
কোন রহস্যের ভিড়ে ছেলেটি হয়েছে এতো দামী?

যেখানে পিপাসা লয়ে পদ্মা মেঘনা যমুনার তীরে,
বঞ্চিত মাঝি- মাল্লারা মুক্তি খোঁজে তপ্ত বালুচরে
সেখানে ছেলেটি কি করে এত দম্ভ অহংকার করে?
কি করে এতো ধন দৌলত পেল পৃথিবীর তরে?

আজ জনতার জিজ্ঞাসা ?
যে ছেলেটির নুন আন্তে পান্তা ফুরাতো এর আগে,
আজ সে সমাজের নেতা, রতি -মহারথি -উগ্রবেগে।
কাউকে সে পরোয়া করে না শিরা উপ -শিরার গর্জ্ন,
সে এখন অনেক- ক্ষমতা অর্থ্- বৈভবের ঘূর্ণি- তুফান।

শুনেছি রাজনীতি করলেই কিংবা নেতা হলেই—
উদার চিত্তে মানবতার ডাক দেয় এ নিখিলে ভাই।
এখন এ কোন রাজনীতি? কেন এতো ভয় -ভীতি?
কেন চাঁদাবাজি, রাহাজানি- হানাহনি জাহীলের সম্প্রীতি?

এইতো কিছুদিন আগেও ভাবতে পারিনি আমি,
মুর্খ্ লাজুক ছেলেটি হয়ে গেছে দুর্ণীতি -চাঁদাবাজ- এতো ধনী!
তবে কি রাজনীতির আড়ালে দুষ্ট তন্ত্র বেঁধেছে বাসা?
একটু ভেবে দেখুন তো!
এভাবে চলতে থাকলে ডুবে যাবে স্বাধীনতার ঊষা।
----------------------------------------------------


০৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।