চাও হে আঁখিদুটি মেলি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

চাও হে আঁখিদুটি মেলি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৫-০৫-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
উজ্জ্বল দর্পণে তব দেখি তিমিরের ছায়া,
ঘূর্ণি ঝড় যাইতেছে দোলে নিদালি আলেয়া!

স্বাধীন গৃহ বাতায়নে নিভেগেছে বিবেকের শিখা,
বিদ্রোহীরা গগণ ঘেরি মারিতেছে মুক্ত বলাকা।
চুপে চুপে আঁকিতেছে নীল নকশা ভিন পথ ধরি,
শুভ্র গণণের স্তরে স্তরে কালো মেঘেদের সূরসূরি।

না জানি ডুবে যায় স্বাধীন তরী আঁধার -সাগরে !
মনে হচ্ছে ঢুলু ঢুলু সীমানা প্রাচীর নয়নের’পরে।
কে যেন ডেকেছে শুভ্র আকাশে আউলা ঝাউলা চুল,
নিশি নেমে এসেছে গাঢ়- তপ্ত বালুকার কূল।

আঁকা বাঁকা গিরিপথে চলিয়াছে বঙ্গ তরী হায় !
সম্মুখে তিমির রাত্রি কিংবা অগ্নি শ্মশানের অধ্যায়।
দুষ্ট আঁধার আসি ঘেরিছে স্বাধীনতার তীরে তীরে,
জাগো, জাগো হে বীর, অসূরের স্ফুলিঙ্গ ঘিরে।

আর থেকো না নিদ্রার দেউলমূলে চোখ দুটি মুদে,
ওরা ডেকেছে ডাকাত অযূত স্বপ্নের বুদবুদে—
হে অনল, উম্মুখ, চঞ্চল চাও হে আঁখিদুটি মেলি,
ওরে, তোমার চারিদিকে ঘেরিয়াছে রাত্রির কুহেলি।
----------------------------------------


০৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।