আমি শুনছি অসনি সংকেত
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমি শুনছি অসনি সংকেত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৫-০৫-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
ওরে-ভাবিনি তব দেখছি দূর স্বপ্নের পানে-
ঝলমল দিবসের আলো ডুবিছে গোধূলির টানে।

এ ঝড় যদি না থামে তু্ই হারবি বধির আঁধারে,
তুই হবি ঠাঁই হারা দূর্গমগিরি মরু কান্তার পাথারে।
আমি শুনছি অসনি সংকেত! করি তোরে নিবেদন,
সব খবরে ছুটিস না, ওরে বীর-ওরে নাজোয়ান।

স্বাধীন বুকে রক্ত দিয়ে দেশরত্ন হেঁকে গেছে চলে,
তব কেন তোর চেতনা এখানো উঠেনি তীব্র জ্বলে?
আমি দেখছি তোর পরাজয়ে কেউ যেন নগ্ন উল্লাসে,
যদি চিনতে না পারিস,আসন্ন দিনে তুই -সর্বনাশে!

ধণুকের তীর তীব্র আঘাত হানবে স্বাধীনতার মন্দিরে,
আমি দেখছি নীল নকশার জাল-ছদ্মবেশী- ঘাতক- মীরজাফরে।
এখানো কেন দেশপ্রেমিক চিনতে পারলে না তুমি !
আসন্ন পরাজয় বড় ব্যদনার হবে- যদি হেরে যাও বঙ্গ ভূমি!!

আমি শুনছি অসনি সংকেত ! তুমি কি শুনছো কিছু?
কেউ যেন এখনো পিপাসার ক্ষোভে নিয়েছে পদ্মার পিছু।
--------------------------------------------------


০৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।