ঘুমে রাজবধূ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ঘুমে রাজবধূ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৬-০৫-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
আমি ভালোবাসিয়াছি নবীণ সূর্য্,ক্লান্ত রাত্রির শেষে,
রবি এখনো ঘুমের ঘোরে ঢলে ঘন কালো মেঘে হেসে!
অনেক ব্যর্থ্ দিনের পরে
মুক্তির শুভ্রতা চেয়েছিলাম জ্যোৎস্নাফুলে তাও যেন ঘূর্ণি ঝড়ে!

নবীণ সূর্য্ও -সেই পুরানো ধারায় অগ্নির ফুলকি ছড়ায়,
অসূরেরা সুর তুলে বজ্র হুঙ্কারে লাল-সবুজের বসূধায় !
বুকে বুকে প্রেমের পিপাসা তবু যেন কেউ নেই- হে দীপিকা,
অসূরের ঘোমটায় ঢেকে গেছে রক্তে পাওয়া স্বাধীন পতাকা।

ওরা যেন মাঠে ঘাটে সংঘবদ্ধ চেতনার দীপ্ত-সঙ্কটে,
বিদ্রোহী- দোসর- ঘাতকের ভিড় লক্ষ শহীদের তল্লাটে !
নবীণ সূর্য্ও গোধূলীর দিকে ছুটেছে আসন্ন রাত্রি ডাকে,
জ্যোৎস্নাও চোর চোখে- অলস নয়নে ব্যদনার ছবি আঁকে!

হাতে হাতে স্বাধীন পতাকা! অন্তর বাঁধিয়া রাখি,
এ যেন এক নিষ্ঠুর ছলনার ছল ছল আঁখি !
দেশদ্রোহীদের সুরা-তহুরা করিতেছে জাতি প্রকাশ্যে পান,
নৃত্যের তালে তালে নবীণ সূর্য্ও গাহিতেছে ঘাতকের গান।

এখনো দেশ চেতনার সঙ্কটে নবীণ যৌবনের উত্তাল মধু,
শাসকের নির্দয় আঁখির দর্প বিদ্রূপ ভুলিয়া -ঘুমে রাজবধূ।
-------------------------------------------------


০৬-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।