শান্তি সংঘ চাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শান্তি সংঘ চাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৬-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
এমন গণতন্ত্র চাই না দৈত্য - দানবের মতন!
এমন মালি চাই পুস্পে পুস্পে সজ্জিত হবে কানন।

এমন আলিঙ্গন চাই না নির্দয় জল্লাদের মতো,
এমন বিচারিক এজলাস চাই ন্যায় -বিচার সমুন্নত!
আমি স্বাধীনতা চাই মুক্ত বলাকার মতো বিস্তৃত,
এমন নেতা চাই রাজ্যের কোষাগার হবে না লুণ্ঠিত।

বৈষম্যহীন তরঙ্গ চাই পদ্মা- মেঘনা –যমুনার- কূল,
সোনালী রবি চাই অন্ধকার -আকাশ –বাতাস- নিখিল,
চোর-দস্যু-ডাকাত-বাটপার-দেশদ্রোহী চাই না - বঙ্গে
আমি ধর্ম্ –বর্ণ্- নির্বিশেষে শান্তি সংঘ চাই একই সঙ্গে।

অনেক রক্ত ঝরে তুমি এসেছিলে মা- এই ধরণী তর !
সেই রক্তে লেখা ছিল- তুমি এক স্বাধীন বাংলাদেশ
এই লাল-সবুজের প্রান্তর।
তোমার সৌন্দর্যে আমি দেখি হৃদয়ের স্পন্দিত প্রেম-
তোমাতেই দেখি আমি মণিকার আলো দৃষ্টির প্রথম।

ওগো মা, তোমারে চাই আমি স্নিগ্ধ মালতী-সৌরভে,
কোন কলঙ্গ যেন না আসে উঁচুশির পতাকার গৌরবে।
আমি ধর্ম্ –বর্ণ্- নির্বিশেষে শান্তি সংঘ চাই বঙ্গে আঁচলে,
যারা কিনা উদ্দ্যামে উড়াবে বিজয় কেতন বিশ্ব মঞ্জিলে।
------------------------------------------------


০৬-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।