মাদকের ঘূর্ণি ঝড়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মাদকের ঘূর্ণি ঝড়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৭-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
শুনো, শুনো- তরুণ তরুণী মাতাল মাদকের গ্রাস,
অসভ্যতার অভিশাপে পথে ঘাটে তরুণীর এলোকেশ!

মদ- গাঁজা -ইয়াবা –আফিম চেপে ধরেছে বাংলাদেশ,
শুনো, শুনো-তারুণ্য মৃত্যুর দিকে ছুটেছে হরষ-বরষ!
ধুকধুকিয়ে মরেছে অসন্ন স্বপ্ন পদ্মা মেঘনা যমুনার-তীরে,
তবু কান্ডারী ঘুমে! তবু ভীড়ে না তরী সভ্যতার কিনারে।

মাদকের সমুদ্র উত্তাল! এলোমেলো বাংলার নর-নারী,
পথে পথে নির্জিব কঙ্কাল দেহে জীবন্ত লাশ সারি সারি।
রাজ্যপতি কই? সমাজপতি কই?বুকে পাঁজর টলতেছে হুড়মুড়,
গর্জে উঠেছে মব তন্ত্র, খুনখারাবি, চুরি- ডাকাতি বিপুল বিস্তর।

তারুণ্যের আলো ঝিমিয়ে যাচ্ছে- তবু নিশ্চুপ পূর্ণিমার চাঁদ!
মাদকের ঘূর্ণি ঝড় ভেঙ্গে দিতেছে সভ্যতার সব বেড়িবাঁধ।
শহর হতে গ্রাম মেঠো পথ ,অলি –গলি যুব ধবংসের মূরতি,
কে দিয়েছে নিভে উদয়গিরিপানে জ্যান্ত আলোর জ্যোতি?

এ সিন্ডিকেট যদি না থামে চৈতালীর অনল শিখার তলে,
তরুণ-তরুণী ভেসে যাবে বঙ্গোপসাগরের উত্তাল জলে।
মাদকের ঘূর্ণি ঝড় ভেঙ্গে দিতেছে সভ্যতার সব বেড়িবাঁধ।
তারুণ্যের আলো ঝিমিয়ে যাচ্ছে- তবু নিশ্চুপ পূর্ণিমার চাঁদ!
---------------------------------------------------


০৭-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।