গিরগিটির রঙে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
গিরগিটির রঙে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৭-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
ওরে-রক্ত চোষা গিরগিটি কান্তারের পথ ছেড়ে,
এখন বাংলার বুকে বসত গড়েছে রাত্রির আঁধারে।
সে শুধু রঙ পাল্টায়, রক্ত খায় বুক চিরে চিরে,
মায়ের বুকে এখন নীলাভ ব্যাথা প্রতিটা প্রহরে!
খঁজেটি নক্ষত্র আমি ঘন কুঁয়াশার শীতল চাঁদরে
এখানেও চিতার অনল পুড়িছে অস্থি মজ্জা শরীরে।
নদীর মিষ্টি জলেও কুমির হাঙ্গর জোঁকেরা রক্ত চোষে,
কি এক ভয়ানক ফাঁদ পেতেছে গিরগিটিরা ছদ্মবেশে !
রাত্রির আঁধারে সেই ঝল ঝল জোনাকীর আলোক,
বিচ্ছু সাপের প্রতাপে বন জঙ্গল হতে চিরতরে পলাতক।
ধূসর পেঁচাও ধেয়ে আসছে অন্ধারে ভয়ঙ্কর রূপে,
ঈগলও ওঁত পেতে আছে দাড়ালো নখে বেজায় ক্ষেপে!
বসন্তের কোকিলে ভরেগেছে বাংলার পথ- ঘাট, অলি- গলি
স্বার্থ্ শেষে সেও উড়াল দেয় দূর কোন পথে-ভরে থলি।
আবেগী কাকেরা বসে বসে কোকিলের বাচ্চা ফুটায়-
বিবেকহীনেরা আপনার জাত বংশ পরিচয় - হারায়!
কি আজব !মুক্তিরে খুঁজি আমি গিরগিটির নীল নকশায়!
একবারও ভাবিনি ওরা যে রঙ পাল্টায় বঙ্গের তরু-লতায়।
স্বাধীন আকাশের বুকে বুকে বিমর্ষ্ পাখির ঝাঁকে ভরা,
ওরে-গিরগিটির রঙে অবুঝ দলেরা অবাদে খাচ্ছে ধরা।
----------------------------------------------
০৭-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।