স্বপ্ন তো দেখতেই পারি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্বপ্ন তো দেখতেই পারি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৭-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
স্বপ্ন তো দেখতেই পারি তারুণ্যের বিপ্লবী প্রাণ,
নির্ভয়ে তো থাকতেই পারি তুমুল ঘূর্ণি ঝড় তুফান!

কিন্তু স্বপ্নের ভিতরে বুঝি ঢুকে গেছে অসুর মন্ত্র,
দিকে দিকে স্বপ্ন সারথীরা রচেছে নির্দ্য় ভয়তন্ত্র!
বিপ্লবী এখন মসনদের সন্ধানে হারিয়েছে শুভ্রপথ,
পূর্ণিমার রূপালী চাঁদে আঁকিছে কলঙ্কের ভবিষ্যৎ!

ঘরে ঘরে হাকিছে দ্বন্দ্ব সংঘাত হানাহানি বিস্তর,
বাতাসে বজ্র হুঙ্কারে ছড়িছে ডানা স্তর হতে স্তর।
দৃষ্টির ফাঁকে ফাঁকে রঞ্জিত করে যায় ভূ-লোক,
তবু প্রত্যাশা যদি কখনো হয় মুক্তার আলোক!

সাম্যের প্রদীপ জ্বেলে যদি রাত্রির নক্ষত্ররা হাসে,
এই বঙ্গ জননী অপলক চেয়ে রবে শুভ্র আকাশে।
কিন্তু বিপ্লবের বিপ্লবী যে ধূসর কোন পৃথিবী,আহা।
ক্ষমতা- লোভ-লালসা- বৈষম্য কেবল চিনিয়াছে তাহা।

স্বপ্ন তো দেখতেই পারি লক্ষ শহীদের রক্ত ঝরা চোখে,
আবার যদি ফিরে যাই সেই চেতনার রক্তিম আলোকে।
-------------------------------------------


০৭-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।