অন্তর তরঙ্গ পবিত্র রেখো হে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অন্তর তরঙ্গ পবিত্র রেখো হে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৭-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
অন্তর তরঙ্গ যদি পবিত্র না হয় কোনদিন,
আঁধার ঘুচিবেনা এই ধরনীর দিবা-নিশিদিন।

যতই তুল শান্তির শ্লোগান- হে বিপ্লবী বীর,
অন্তরকে পবিত্র করো হে যত অনিষ্টের ভিড়।
হে মুসলিম তুমি বলো হে উন্নত মম শীর-
পৃথিবীর কোন লোভ লালসা নহে গো তোমার।

তুমি এসেছো মানবতাকে চাঙ্গাতে পৃথিবীর কোলাহল,
তুমি এসেছো হারাতে জাহেলী বাতিলের দল-বল!
তুমি গোলাম , তুমি দাস ওই পারওয়ারদীগার,
হে সত্যের বীর, হে বিপ্লবী,তুমি নও কভূ অন্ধ-বধির!

কোন মুসলিম হুজগে- গুজবে নাহি যায় ভাসি,
নাহি হয় মুনাফিক কাফের দোসর যুদ্ধে আসি।
পৃথিবীর মোহকে তুচ্ছ করে ইসলামের পতাকা তুলি,
আলোর পথে পথিককে ডাকে অন্তর রিপুকে ভুলি।

তুমি কোন মুসলিম হে ! কেন এতো হাকাকার?
সমর জয়ী যোদ্ধা তুমি বলেছে আল্লাহ বহুবার!
ওরে-মানবতা, সাম্য অন্তরে রেখো হে- অভিসার,
হিংসা- বিদ্বেষ- হানাহানি নহে গো মুমিনের আচার।

অন্তর তরঙ্গ পবিত্র রেখো হে -অসূরের গর্জ্ন ডিঙ্গে,
আল্লাহ’র রহম চাও হে- রিপুমুক্ত চেতনার সঙ্গে।
---------------------------------------------


০৭-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।