ব্যদনার অশ্রুজল জানে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ব্যদনার অশ্রুজল জানে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৮-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
সত্য যুগের পরে আবার কোন অসত্যের দিকে ছুটেছি!
এ কোন জাহেলী যুগের আলপনা এঁকেছি?
মনে হয় কোন এক আগ্নেয়গিরির লাভায় ঢুকেছি
দিকে দিকে সেইসব অসভ্যতাকে ডেকে এনেছি।

ভুলেগেছি সত্য- মিথ্যের ব্যবধান
এখন পথে পথে গুঞ্জন!
স্বাধীনতায় আর স্বাধীনতা নেই সেই চেতনার মতন,
এখন সব লোক দেখানো দেশ প্রেমের উচ্ছাস-গর্জ্ন!

রাঙা কৃষ্ণচূড়াও কেমন যেন ঝরে যাচ্ছে নীরবে,
কেমন যেন থমকে যাচ্ছে নক্ষত্র তারকারাজি কলরবে।
সত্য যুগের পরে আবার কোন পরাজয়ের উত্থান,
আমরা ডেকে আনছি নাতো সেইসব উজ্জ্বল শয়তান?

এবার যদি হেরে যাই
আসন্ন দিনে কোথাও হবে নাকো ঠাঁই।
বিচারিক বৈষম্যতায় কেমন যেন ছুটেছি মৃত সভ্যতায়,
ব্যদনার অশ্রুজল জানে কতটা হতভাগা জাতি-বসূধায়।

কে কাননের পুস্পিত পুস্প তারে চিনেনিকো স্নিগ্ধ কলরেব,
এখনো বুঝিনিকো কে জাতির গৌরব-সৌরভ!
গুজব-হুজুগে- আবেগে –বিবেককে করেছি পরাজিত,
জাতি এখন শুন্যতার দিকে ক্লান্তহীন ছুটেছে অবিরত।
----------------------------------------------


০৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।