রচনা করো হে কবি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রচনা করো হে কবি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৮-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
মুক্তির কবিতা রচনা করো হে কবি আসন্ন দিনের,
ধূম্র- তপ্ত –আঁধার- কুঁয়াশা- ভেঁদিয়া দুরন্ত -দুর্বার।
তুমি কেন হবে নত শির মরীচিকারতটে ছলনার তীর?
তুমি সত্যকে উম্মুচন করো হে- কলমের তুলিতে নশ্বর।
তুমি বলো, তুমি বলো হে- তুমি বীর উদ্দাম ভয়হারা,
বলো হে তুমি এসেছো পৃথিবীকে শুনাতে মুক্তির কবিতা-ছড়া।
তুমি কবি, তুমি বিদ্রোহী, তুমি বিপ্লবী সমরজয়ী প্রাণ,
তুমি নও পূজারী ওইসব দৈত্য –দানব অসূর শয়তান।
হে কবি, বলো হে মুক্তির ঠিকানা এখনো দূর, এখনো বাকি,
চৈতন্য যদি না জাগে কি লাভ হবে লাল-সবুজের চিত্র আঁকি?
এই নাও, তোমাকে দিলাম সমরজয়ী অমর তরবারি,
রচে যাও মুক্তির কবিতা, লক্ষশহীদের রাঙা কালিতে
স্বাধীন বাংলার পথ ধরি।
আসন্ন দিনের মুক্তি কি, বৃক্ষহীন- ছায়াহীন -মরুভূ ঘিরে,
না, না, না-
রচনা করো হে কবি -সাম্যের কবিতা- সে যেন আসে ফিরে।
হে কবি, তুমি বলো হে কবিতা, তুল হে অপরূপ ঝঙ্কার,
আসন্ন দিনের মুক্তি প্রেম ভালবাসা সাম্যে আছে গো অণিবার।
--------------------------------------------------
০৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।