রূপসী বাংলা প্রবাহ
- মোঃ মুসা (গাংচিল)
হাঁটুর নীচে নদী বয়ে চলে এক সমীচীন,
চুড়ির শব্দে বাজে ঢেউয়ের মৃদু কম্পন,
তার চরণে নুড়িপাথর ফুরফুর হয়ে উঠে
সৃষ্টি যেন বাঁধা ছোঁয়া জলে সুরের শ্রবণ।
কপালে তার ধানের শীষের সোনালি দাগ
মাঠের বুকে চিরে আসে নীরব দেখাদেখি,
বুকে জেগে ওঠে সদ্য পলিমাটির কাহিনী,
প্রতি ভাঁজে নদীভাঙার সবুজ মোছা কথা
নতুন উদ্যান ফিরে বাংলার সৃষ্টির সে জানি।
বায়ুর কাছে জলপাইয়ের পাতা কাঁপে,
মেঘলা আকাশ গলায় দোয়েল ডাকে,
আচলে তার শরতের কাশ ঢেউ তুলেছে
যেন বাংলার সাজুগুজু নারীর মনকে আঁকে।
০৯-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।