দায় কি আমার?
- মোঃ মুসা (গাংচিল)
তোমার চোখে সোনার জীবন খুঁজে
লেলিয়ে দিলাম আমার পালা মন,
অথচ তুমি পায়ের তলায় চটে
উড়িয়ে দিলে ধুলো বালির মতন।
তোমার কাছে নত মাটির মতো
পায়ের কাছে লুটিয়ে পড়ার পর,
অথচ তুমি ভিন্ন চোখে নিয়ে
মারলে চাবুক বুকে জনম ভর।
তোমার সে সব চঞ্চলতার ভঙ্গি
হাতেখড়ির সংসদে মন নেই,
হয়ে গেল ছলাকলার ভারে
চোরাবালির ভীষণ হোঁচট খেই।
০৯-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।