অন্তরালে একটি আমি
- রবিউল ইসলাম রাতুল

হতে পারে সেদিন-
যেদিন নীল সাগর আমায় নিয়ে যাবে তার গভীরতায়,
শান্ত করে দিবে আমায়,তার শীতল নোনা বারি ধারায়,
আমি আছি সেদিনের প্রতিক্ষায়।

ভুলো মনের আগমনী-
যেথায় নিজের নিঠুরতায়,কদাচিৎ কান্নায় গুনবো প্রহর,
যেন ব্যথার বিলাস যায় স্মৃতির অন্তর্ধানে,হোক নব দিগন্তর,
তবুও পীড়া মুক্ত থাকুক অন্তর।

বেহুদা চিন্তার বহমান-
যেথায় দূর রচয়িতা রচন করেছেন আমার তারার পরশে দীর্ঘশ্বাস,
আমি যেন আলোকছায়ার চিন্তায়,খুঁজে পাই হেমবসন্তের বাতাস,
তবে বাস্তবতা দেয় উল্টো আভাস।

এ বাস্তবতার জ্বলন্ত অনুভূতি-
গ্রহণকালে গ্রহণ করে নেয় পার্থিব,আর উচ্ছিষ্ট বাকি কালত্র,
এতে স্ব হয়েছি নির্দয়,যাতে হাসি মুখে হই সবার ব্যবহার পাত্র,
যেন আমি মানব রূপি যন্ত্র।

বিদায় বেলার দ্বারে কড়ায়-
আমি হব দৃঢ় চিত্ত, যেদিন হয়তো করবে না কেউ গান,
আমি সেদিন গ্রহণ করব অদ্ভুত প্যারাডক্স,আমার যে হীন মান,
তবে আমার আর থাকবে না কোনো প্রমাণ।


১০-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।