মা
- নাহিদ সরদার

আমাদের দুঃখগাঁথা
মায়ের কাছে জমা হলে,
চিন্তায় মায়ের মাথা ব্যথা করে ওঠে।
ব্যথার কথা জানতে গেলে,
কি একটা শেকড় মাথায় বেঁধে !
মা সূর্যের দিকে আঙ্গুল দিয়ে বলেন,
সূর্যপাতি ব্যথা
সূর্য উঠলেই বাড়ে।


১১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।