রক্তাক্ত ছুরি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

রক্তাক্ত ছুরি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১১-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
রক্তাক্ত ছুরি, পিতার বুক হতে উঠালো স্নেহের প্রীতি!
কি এক অসভ্যতার ক্ষুধা কেড়ে নিল পিতার জ্যোতি!

এক হতভাগা পিতা-অযূত ব্যাদনায় মরুর অনলে,
আদুরে কন্যার হাতে প্রাণ হারালো- এই নিখিলে ।
যে পিতা আগলে রেখেছিল প্রেম ভালবাসার বন্ধনে,
উৎসর্গ্ করেছিল আপনার সুখবিলাস -কন্যা লালনে।

আর সে কন্যাই ছুরির আঘাতে আঘাতে খুনের নেশায়,
জন্ম দাতা পিতাকে অপবাদ দিল,হত্যা করিল বসূধায়!!
কত বুক চাঁপা কান্না গোপন রেখে পিতা হেসেছে,
কভূ যেন কন্যার অশ্রু না ঝরে দুঃখের কবিতা রচে।

হাতে রক্তাক্ত ছুরি! পিতার নিথর দেহ লাল রক্তে ভাসে,
মাদক নেশার মাতাল উল্লাসে আদুরে কন্যা পাশে-হাসে।
পৃথিবী যেন নির্বাক!লাগামহীন অসভ্যতা উঠেছে ক্ষেপে,
কন্যারা বেপোরোয়া মাদকের গ্রাসে গ্রাসে ভয়ঙ্কর রূপে!

হে পৃথিবীর সভ্যতা! হে মানবতা! আর কত দেখব রক্তাক্ত ছুরি?
কন্যারা যেন ফিরে আসে সভ্যতার দিকে- মাদকমুক্ত স্বর্গিয় নীরে।
-------------------------------------------------


১১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।