দূষণ এসে মিশে গেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দূষণ এসে মিশে গেছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১১-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
এখন দিকে দিকে বজ্র ধ্বনি গগণে গগণে বাজে!
বুক চিরে চিরে অনল উল্লাসে মহামৈত্রীর মাঝে।

দূষণ এসে মিশে গেছে হরষে কণ্ঠের সুরে সুরে,
এ গান যে বড় অচেনা রক্ত রঝা শহীদের বুক জুড়ে।
এ তাল লয় সুর জপে কারা পূজারী মন্ত্র পড়ে?
ওরা বড় অশনি বাণী দিয়েছে মগজের স্তরে স্তরে!

ওরে, ওরা কোন সন্ন্যাসী আর পীর?
কৌশলে তোর সাথে মিশে গেছে আজ মসজিদ-মন্দির!
কে বলে তোর স্বাধীনতা অটুট রয়েছে বঙ্গ বুকে?
এ প্রাণ কিংবা বিবেক কি বুঝেনা- মা কতটা দুঃখে?

সম্মুখে ভয়ঙ্কর পরিনতি! ওরে বীর বাঙালি,ওরে সেনা দল,
ওরা এনেছে ডেকে রক্ত চোষা লাল-সবুজের তল।
মৈত্রীর মঞ্চ ভেঙেছি আমরা- হুজুগের স্বপনে রাঙি,
ওরে মুক্তি কি আসিবে কভূ দেশপ্রেমের শপথ ভাঙি ?

মৌলিক সুর হারায়ে কোথায় ছুটেছিস- হে নবধারা!
আসন্ন দিনে তুই হারিবি এই স্বর্গিয় বসুন্ধরা।
দূষণ এসে মিশে গেছে হরষে কণ্ঠের সুরে সুরে,
এ গান যে বড় অচেনা রক্ত রঝা শহীদের বুক জুড়ে।
----------------------------------------------


১১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।