যে শুভ্রতা দেখে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যে শুভ্রতা দেখে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১১-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
যে শুভ্রতার ঝলকে অপলক চেয়েছিলাম গগণ পান,
চির মুক্তির নক্ষত্র দেখব বলে জাতির এ উদ্যান।

এখন দেখি শত কলঙ্কের দাগ দিবসের রবি, শশী
নিশাচর হয়ে বাঁধিয়াছে বাসা বাংলার বুকে বসি।
হায় ,এ কেমন ফুল ফুটিয়াছে তরুণ তুর্কি- হে জনগণ,
এখন দিকে দিকে বিষাক্ত মৌয়েরা ঘুড়িতেছে হন হন।

শূলে শূলে করিতেছে চুরি সতেজ পাঁপড়ির মধু,
গোমটার আড়ালে প্রণয়ে মাতিছে ক্ষমতার নববধু!
এমন দুষ্ট আলিঙ্গন তো চাইনি মুক্তির অভিলাসে,
যে কিনা দখল করে নিবে আমার স্বাধীনতা হরষে!

যুগ যুগ ধরি এই ধূলিতলে বাঁধিয়াছে মীরজাফর বাসা,
বিশ্বাসে তুমি বুঝনি তাহা- কত যে সর্বনাশা! সর্বনাশা!
হে ভাই, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান- তৌহীদি মুসলমান,
এখানেই ওঁত পেতে আছে দেশদ্রোহী কুলাঙ্গার শয়তান।

যে গগণ দেখে অপলক চেয়েছিলাম সোনালী ঊষার ক্ষণে,
সে রবি গ্রাসিয়াছে নবীণ মেঘেরা শত কলঙ্কের বরষনে।
ছিঃ ছিঃ স্বপ্নের মণি প্রদীপে ওরাই যেন মুনাফিক দল,
বিষাক্ত নাগ-নাগিণী নব ধারার আলোকে -এ বঙ্গ তল।
----------------------------------------------------


১১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।