আমরা সবে গাই ওগো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমরা সবে গাই ওগো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১১-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
এখনো হিসেব বাকী, এখনো মিলেনি অংকের ফল,
কি লাভ হবে কল্পলোকে অংক কষি -ওরে বল?

বিবেক জেগেছে শহর-গঞ্জ-গাঁও- টেকনাফ -তেতুলিয়া,
পুরানো সুর নবীণ বাঁশিতে বাজিবে না রূপসা- পাথুরিয়া।
সেই পুরানো তাল লয় আজো উষার আরুণে জাগে !
বল, কে আর গাইবে গান ভ্রান্ত সুরের রাগে?

কে চেয়েছিস তামাদি ধারা, হালের বঙ্গ কোলে,
লাল সবুজের সুপ্ত শিরা আবার উঠিবে জ্বলে!
লক্ষ শহীদের রাঙা জলে জগিবে বিপ্লব তারা,
ওরে- এ হুঙ্কার বজ্র কঠিন উদ্যাম ভয় হারা !

ওরে- ছড়ায়ে রয়েছে রক্ত কণা- লক্ষ সমাধির স্তূপ,
তন্দ্রাবিহীন তাকায়ে আছে- অপলক অপরূপ!
বলছি তোদের মুক্তি যুদ্ধ বাংলা মায়ের বাতি,
মুক্তি যোদ্ধার রক্ত কণা লাল-সবুজের জ্যোতি!

আজো দেখি অযূত দোসর ওদের শয্যা ঘিরে-
অতীত রক্তের ঘাতক কণা চাস কি আসতে ফিরে?
সাবধান!সবাধান! থমকে দিবো পুরানো সেই গান!
আমরা সবে গাই ওগো সোনার বাংলা গান- এই দেহ- প্রাণ।
-------------------------------


১১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।