আসন্ন দিনে দেখিতেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আসন্ন দিনে দেখিতেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
মাতৃকা এখন ভয়ঙ্কর বিভীষিকায় উত্তাল-জাতি মৃতপ্রায়!
দিকে দিকে গ্রাসিয়াছে অভিশাপ, সে যে ব্যাধি, সে যে ক্ষয়।
জাতির ঐক্য ভেঙে গড়িয়াছে ছলনার কারাগার,
বিবেকেরা গিয়াছে কোমায়! স্তব্দ নিঝূম রাত্রির আঁধার।
কি এক উল্লাসে নির্বোধের মতো খুলিয়াছে শত্রুর দ্বার,
নিজেরাও বুঝে না তাহা এ যে অভিশাপ, এ যে ভয়ঙ্কর!
আপনার সম্মান গৌরব হারায়ে ডাকিয়াছে নিশাচর,
স্বাধীনতা আজ মরিচীকার প্রস্তরে ক্ষয়িষ্ণু ধুঁধুঁ বালুচর!
কালনাগিনী বিষাক্ত ফনা তুলিছে বুকে হতে বুকে বিস্তর,
তাও জাতি বুঝে না এ যে মৃত্যু! এ যে পরাজয় মাতৃকার!
অন্তরে তাহার হিংসের রক্ত ঝরে- বিষপঙ্কিল শ্বাসে,
কোন স্বার্থে মা’কে লুটিতেছে ঘৃণিত প্রহসন পরিহাসে?
কিসের মোহে খুলে দিয়েছে নিরাপত্তার দ্বার শত্রুরে ডেকে!
প্রাচীর যদি ভেঙে যায়-কে রুখিবে তারে যুদ্ধের হাকে?
আসন্ন দিনে দেখিতেছি মাতৃকার তরে মুক্তির যবনিকা!
তুমি কি দেখিতে পাও দাউ দাউ অনলের অভিশপ্ত শিখা?
সে যে আত্মঘাতী- সে যে মৃত্যুর দূত- সে যে মহামারী,
মাতৃকা সবচেয়ে বড়- স্বাধীনতা মুকুট- ওগো নর-নারী।
-------------------------------------------------
১২-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।