মুনাফিক এসেগেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মুনাফিক এসেগেছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
কে যেন কষাইয়ের মতো তরবারি দিয়ে বুক চিরে,
মায়ের প্রাণকে হত্যা করিছে গভীর রজনী ভরদুপুরে!

তবু কান্ডারী জাগে না, তবু খুলে না দু’টি আঁখি,
মুনাফিক এসেগেছে স্বাধীনতটে হায়!মুক্তি এখনো বাকি!
উধাও সেই চেতনার অশ্ব! মীরজাফরের রক্ত মাংস শিরে,
পথে পথে ঘাটে ঘাটে শত্রুর দামামা তবু সে আসে না ফিরে।

সে যেন দূরে দূরে- আরো দূরে- আরো দূরে-বহুদূরে-
মুনাফিক এসেগেছে মাতৃকার বুকে আকাশ সীমানা জুড়ে।
এখন লাল-সবুজের বুকে মরুতৃষা!
দেশ চেতনার সেই কান্ডারী হারিয়েছে শুভ দিশা, শুভ দিশা।

কেন যেন তুলিয়াছে শত্রুর পতকা ব্যঙ্গ বাঁশির সুরে,
যেন তোরা কোন পরাজিত কোণে- লাঞ্চিত নতশিরে।
হে স্বাধীন জাতি, এর চেয়ে লজ্জা কি আছে অণিবার?
ওরে- দিকে দিকে মুনাফিক গর্জিছে দুরন্ত-দুর্বার!

এখনি সময় উষর ধূসর মরুর মাঝারে তুলে দে পতাকা !
তুই স্বাধীন, তু্ই মুক্ত! তুই বুঝে নে লক্ষ শহীদের এলাকা।
ওরে তুই খুলে দে মুক্ত স্বাধীন ঝর্ণা লাল গালিচা পাতি,
সাবধান! সবধান! মুনাফিক এসেগেছে এই স্বাধীন জাতি।
-------------------------------------------------


১২-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।