মানবকে বলেছিল ডেকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মানবকে বলেছিল ডেকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
এই অন্ধকার পৃথিবী মানবকে বলেছিল ডেকে,
তুমি যদি সত্যের আলো ঢুকাও অন্তর ভূ-লোকে।

তুমি নিশ্চিত মুক্তি পাবে অবরুদ্ধ জীবন হতে-
রক্ত কণিকা দূষিত হবেনা শিরা- উপশিরা -ধমিনীতে।
স্নিগ্ধ শুভ্র জীবনের পটভূমি রচিত হবে
জীবন নদীর মোহনায় বিপুল উৎসবে।

ওরে -মানুষই মানুষেরে করেছে উত্তম- অধম,
আপন কর্মেই এনেছে মানুষ বিপুল সুনাম-বদনাম।
প্রশ্ন কর নিজেকে স্পন্দিত চিত্তের সিঁড়ি বেয়ে
সত্যের আলোক রেখা কত দূরে,কত পথ যেয়ে?

যদি পাও আপন চিত্তের মাঝে সাদা আর কালো,
তবে তুমি নও পরিশুদ্ধ! এই পৃথিবীর ধূলি-বালু।
ঢের আগে পবিত্র প্রাণ! সত্যের পরশে দাও - আলো,
অন্ধকার পৃথিবী মানবকে বলেছিল ডেকে-সত্যে চলো।

মানব কভূ উষর ধূসর মরুর মাঝারে খোঁজে নাকো মুক্তি,
সরল- সত্য পথের সাথে মানুষই করেছে সভ্যতার ‍চুক্তি।
-----------------------------------------------


১২-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।