শহীদের রক্ত লিখেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শহীদের রক্ত লিখেছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
এই বিপ্লব ! এই বিপ্লবীকে ভালবাসতাম আমি,
যতক্ষণ বিপ্লবী ছিল সত্যের আলোয় স্বাধীন ভূমি।

এখন সেই চিত্ত অবসরের দিকে,মৃত্যুর দিকে,
সত্যের বিন্দু খসে গেছে সিন্ধু তীরের বাঁকে বাঁকে!
এখনো সেই পুরানো ধারা! এখনো গোপন অনেক কিছু!
অবসর নেই ! ছুটেছে তো ছুটেছে নিষিদ্ধ মন্ত্রের পিছু।

আজো স্বপ্নের বসন্ত আসেনি!
পুরোনো সেই চিঠির ভাষা এখনো বলতে শুনি-
কি হতভাগা প্রেমিক ! প্রেমিকার ভাষা বুঝে না,
শুধু নাচে ,শুধু বলে কি সুহাষিনী -কি সুষমা, কি কামনা!

আজ শহীদের রক্ত লিখেছে - এ শুধু ছলনা, শুধু ছলনা,
অন্তর-বাহ্যিক বিস্তর ব্যবধান! কেন বুঝ না, কেন বুঝ না!
এ বিপ্লব, শেষ বিপ্লব নয়,ওরে শেষ বিপ্লব নয়
হে বিপ্লবী- তৈরী থেকো দুরন্ত দুর্বার-নির্ভ্য়!

আসন্ন বিপ্লব হবে জনতার মুক্তি! ঐক্যের ভিত্তি !
এক মা, এক দেশ- যুদ্ধে পাওয়া লাল-সবুজের চুক্তি।
আজ শহীদের রক্ত লিখেছে- গান গাইলেই হয় না গান,
যদি না থাকে আমার সোনার বাংলা এ চিত্তের কলতান।
----------------------------------------------


১২-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।