সাফ কথা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সাফ কথা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
লক্ষ শহীদের রক্তে লেখা সোনার বাংলা গান কবিতা,
এই একাত্তর কভূ মরিবেনা,কভূ ঝরিবেনা সাফ কথা।
এই সুর –তাল- লয়- লাল সবুজের অবিনাশী বাণী,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি এ ধরনী!
কোন অসূর তন্ত্র মন্ত্র ভিন পন্থী আসিবে না কোন কাজ,
বার বার উঠিবে জাগি তরুণ তরুণী চেতনার কারুকাজ!
এ মা আমার, এ মা ধর্ম্- বর্ণ্ নির্বিশেষে আমাদের,
আমরা বাঙালি, আমরা বাংলাদেশী এ মোদের অহংকার।
ওরে ভেবেছিলাম তোরা বুঝি গাইবি, তোরা বুঝি বলবি,
তোরা বুঝি সেই পুরোনো সুর শ্লোগান বদলাবি।
না না তোরা এখনো সেই রক্তে মাংসে গড়া অসূর -দানব,
স্বাধীন জাতি কভূ মানিবে না তোদের এই নোংরা উৎসব।
এই একাত্তর কভূ মরিবেনা,কভূ ঝরিবেনা সাফ কথা।
দল মত পথ ভিন্ন তবু সম সোনার বাংলা গান কবিতা।
একাত্তর প্রশ্নে জাতি ঐক্যবদ্ধ, আমরা আপোষহীন বীর সেনা,
ওরে-যুদ্ধে পাওয়া বিজয় কেতন এই অন্তরে করেছি আলপনা।
ওরে থেমে যা, ছুঁড়ে ফেল তোদের এই কল্পনা,
ওরে শোন সাফ কথা, মুক্তি যুদ্ধই স্বাধীন বাংলার মূল চেতনা।
------------------------------------------------
১৩-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।