কালো যাদু
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কালো যাদু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
চারিদিকে বেজে উঠিছে কালো যাদুর ভয়ঙ্কর স্বর!
যাদু টোনা বানের মন্ত্র টানিতেছে জাতির শেকড়।
জ্ঞানী হারিয়েছে বিবেক!নিবোর্ধ্ গাহিছে মুক্তির গান,
নক্ষত্রের আড়ালে লুকিয়ে আছে অভিশপ্ত শয়তান।
ওরে মুক্তি সেনা, ওরে যাত্রি, ওরে মায়ের সন্তান,
কণ্ঠ রোধে কেউ আসিয়াছে দ্বারে দ্বারে-সাবধান!সাবধান!
অঙ্কুরের মতো আজ গর্জিছে দেশদ্রোহী মুনাফেক আগে,
ওই তোরা কই! আয় তোরা চক্ষু মেলে রাত্রি নিশিথ জেগে।
এখনো কালো যাদুরা ভয়ঙ্কর চক্ষু মেলে আছে চারিধার,
তার সাথে দোষরও আছে জেগে রাত্রি নিশিথে অণিবার!
ভয় নেই !ভয় নেই! সত্যের রবি জ্বলবেই অসীম গগণ,
কালো যাদু টোনা পাকড়াও হবেই লক্ষ শহীদের রক্ত বান।
বীর সেনাদের রক্ত এখনো পদ্মা মেঘনা যমুনা-বঙ্গোপসাগর
উত্তাল ঢেউয়ে চলিছে বয়ে স্বাধীন লাল-সবুজের প্রান্তর।
বিপ্লব! বিপ্লবের শব্দ এখনো কানে বাজিছে দুরন্ত কোলাহল,
কোন কালো যাদু -টোনা পারেনি হারাতে জাতির শক্তি বল।
যুদ্ধে পাওয়া বিজয় জাতির অহংকার পৃথিবীর নদী -মাঠ-বন,
ওরে ভাববো না কভূ কালো যাদু টোনার রাত্রি এসেছে কখন!
---------------------------------------------------
১৩-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।