গর্তের ইঁদুর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
গর্তের ইঁদুর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
গর্তের ইঁদুর বেড়িয়েছে আজ বর্ষার থৈ থৈ জলে,
কিন্তু সে জানে না মরণ যে ডাকিছে বৈশাখ কালে।
সম্মুখে ভয়ঙ্কর ফাঁদ- বিষাক্ত সাপেরা তুলিছে ফোণা,
পাকড়াও সে হবেই রক্তে লাল এই বাংলার ধূলি কণা।
ইঁদুর যতই দেখুক আকাশের শেষ আলো পশ্চিম মেঘে,
শিকারী বিড়াল ঝল ঝল চোখে আসবেই চিতার বেগে!
রাত্রির প্রহর শেষে আবার উঠিবে জাগি সূর্য্ লাল,
ইঁদুর তুমি পালাবে কোথায় সোনালী আলোর ঝল ঝল?
গর্তের ইঁদুর তুমি গর্তে যাও পোকা মাকড় সঙ্গে লয়ে,
কেউ আঘাত হানিবে না পাহাড় পর্ব্ত খুঁড়ে জীবন ক্ষয়ে।
ওরে-এখানে লক্ষ শহীদ রক্ত এখনো তরতাজা বেগবান,
তুই ভেসে যাবি আঘাতে আঘাতে প্রত্যয়ী রক্তের প্লাবণ।
তোর নোংরা শরীর যেন না আসে স্বাধীন বাংলার তরে,
ওরে-কণ্ঠে কণ্ঠে-আমার সোনার বাংলা বাজিছে সুরে সুরে।
এই স্বাধীন মাতৃকা পবিত্র! স্বাধীনতার সূর্য্ এখানে চির উজ্জ্বল,
হে গর্তের ইঁদুর- তুই জ্বলে পুড়ে ছাঁই হবি- আছিস না দলবল।
----------------------------------------------------
১৩-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।