এই সত্যটা বলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এই সত্যটা বলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৩-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
ন্যায় বিচার সে আসুক ফিরে নব সূর্যের আলো,
কোন বৈষম্য করবে না তুমি- এই সত্যটা বলো।

হে ন্যায় বিচারক! কোনদিন দেখি নাই শুভ্র চাঁদ,
হে কান্ডারী!তোমায় ঘিরে বুকে বেঁধেছি মুক্তির সাধ।
কে বাম, কে ডান, কে মধ্য পন্থী নহে গো বিবেচ্য বিষয়,
তুমি দেখবে শুধু অপরাধ -গুম- হত্যা-গণহত্যা অতিশয়।

গণহত্যা নহে গো ঠুনকো কিছু–মত- পথ ভিন্নতায়,
সবাই অপরাধী বিচারিক এজলাসে স্বাধীন বাংলায়।
আমি চাই দেখি সব গণহত্যার বিচার নিরপেক্ষতায়,
কেউ যেন নাহি পায় ছাড় কালো যাদুর নীল নকশায়।

হে বিচারক, সেই সত্যটা বলো কে গণহত্যাকারী প্রতারক!
কে স্বৈরাচার, দেশদ্রোহী, দুর্ণীতিবাজ- বিশ্বাস ঘাতক।
কোন বৈষম্য করো না যেন- হে ন্যায় বিচারক,
ন্যায় বিচার সে আসুক ফিরে নাহি যেন রয় পতালক।

গণহত্যাকারী জাতির অভিশাপ! স্বাধীনতা বিরোধী প্রাণ,
রাগ-অনুরাগে কোন দেশদ্রোহী না যেন পায় পরিত্রাণ।
ন্যায় বিচার সে আসুক ফিরে লাল-সবুজের ঐক্যতান,
সে প্রত্যাশায় চেয়ে আছে জাতি বিচারকের সিংহাসন।
-------------------------------------------------


১৩-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।