তোমার জমি ভরে গেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার জমি ভরে গেছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৩-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
হে কৃষক! তোমার জমি ভরে গেছে আগাছার ঝটলায়,
সবুজ ফসলের বুকে হানিয়াছে আঘাত বিষাক্ত থাবায়।
সোনালী আলো নাহি পায় উর্বর জমি ফসলের বুক,
ওরে- কেন চুপসে আছো ঘরের কোণে অশ্রু ঝরা- দুঃখ!
দিকে দিকে চেয়ে দেখো আঁখি দু’টি মেলে-
সুবজ পাতা ঘিরে আছে কীট পতঙ্গেরা ডানা খুলে!
কৃষ্ণ চূড়ায় ধূসর বর্ণ্ গ্রাসিয়াছে লাল-সবুজের ফুলে
হে কৃষক! তুমি তো জাতির মেরুদন্ড সে কি গেছো ভুলে?
তুমি তো নাঙ্গা পায়ে শিমুল পলাশে শহীদ মিনারে-
শহীদের রক্ত স্মানে চৈতন্যের ডাও দাও উঁচু শিরে।
তুমি তো লক্ষ শহীদের স্মৃতি সৌধের অতন্ত্র প্রহরী,
তুমি তো সোনার বাংলা গানের অমৃত সুর-বাঁশরী!
দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হারা চোখের অশ্রুজল,
অসূর বিনাশের সম্মুখ যোদ্ধা,স্বাধীন মায়ের বাহুবল।
হে কৃষক! তোমার জমি ভরে গেছে আগাছা কীট পতঙ্গে,
হাতে নাও- দাও -কাচি -কীট নাশক- এ যুদ্ধের সঙ্গে!
------------------------------------------------
১৩-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।